ভাবি প্রতিনিধিঃ টাঙ্গাইলের সন্তোষস্থ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সোমবার(২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত মওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পরিদর্শন করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম ও মো. বশির উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ড. মিজান।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল আযহা’র ছুটি চলছে।