মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন পরিচালক মো. আজিজুল হক দায়িত্ব গ্রহণ করায় রোববার(২৪ এপ্রিল) দুপুরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের চলতি দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল হককে গত ২০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, মো. আজিজুল হক ২০১০ সালের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক হন। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২০১৩ সালের ২৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে একাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।