মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘রেইজিং অ্যওয়ারনেস ফর কনজারভিং এনভায়রমেন্ট’ (জঅঈঊ)-এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(২৩ ডিসেম্বর) পঞ্চগড় জেলার কয়েকটি ইউনিয়নে ২০০টি কম্বল ও ৬ বস্তা সংগ্রহকৃত কাপড় বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, আরডিএস-এর সভাপতি মো. রফিকুল ইসলাম, পঞ্চগড় সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মামুনুর রশিদ, সমাজ সেবক মো. সাইদুর রহমান ও ডা. মশিউর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রিয়াদ হোসেন আরিফ, মো. আরিফুল ইসলাম, মাজহারুল ইসলাম, ইউসুফ সরকার, সিহাব উদ্দিন, মো. সেলিম মিয়া, একই বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জাহেদ মহিউদ্দিন, মো. আসলাম হোসেন ও সিহাব সাদনান ইফতি।
প্রকাশ, কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১০-ম ব্যাচের শিক্ষার্থীরা।