মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে। বেতন কাঠামো বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসুচির সাথে একাত্মতা ঘোষণা করে গত ১১ জানুয়ারি থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী সকল কর্মসূচি পালন করা হবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। তবে ফাইনাল পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, অষ্টম জাতীয় বেতন কাঠামোর পূণনির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও প্রতিশ্রুত স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করাসহ চারদফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে শোভাযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।