রবিউল ইসলামঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করার অনুমতি না পেয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার(৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন জোটের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে টাঙ্গাইল সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আবুল মোনায়েম।
উল্লেখ্য, গত ২৭ মার্চ(রোববার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না পাওয়া প্রতিবাদ সভা ও মানবন্ধন করতে পারেনি শিক্ষার্থীরা।