মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার(২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যারয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা পুস্পার্ঘ অর্পণ করেন। পরে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও ছাত্র-ছাত্রীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপি অমর একুশে বই মেলা শুরু হয়েছে। শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বই মেলার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি এ মেলার আয়োজন করে।