মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আইসিটি ডিভিশনের অধিনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) কর্তৃক নিয়ন্ত্রণাধীন LICT প্রকল্প এবং যুক্তরাজ্য ভিত্তিক EY কোম্পানির সাথে টপ আপ আইটি ও ফাউন্ডেশন ট্রেনিং প্রদানের জন্য মঙ্গলবার (২২ মার্চ) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের মিলনায়তনে আয়োজিত ফাউন্ডেশন ট্রেনিং-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন LICT প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (PMS) যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ ও আর্ন্ট অ্যান্ড ইয়ং (EY) কোম্পানির প্রজেক্ট ডাইরেক্টর কামাল মারসামানি, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন, LICT প্রকল্পের পরামর্শক শাহ মো. ইমরান। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি বিভাগের শিক্ষক জিয়াউর রহমান।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এবং আর্ন্ট ইয়ং (EY) কোম্পানির পক্ষে যথাক্রমে আইসিটি ডিভিশনের যুগ্ম-সচিব সরকার আবুল কালাম আজাদ ও আর্ন্ট ইয়ং (EY) কোম্পানির প্রজেক্ট ডাইরেক্টর কামাল মারসামানি উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।