মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার(২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেন।
এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মো. আনিসুর রহমান আনিছসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলায় শপথ পাঠ করান শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নজমুল হক। টুর্নামেন্টে ১৫টি বিভাগের ১৫টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টর প্রথম দিনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ অংশগ্রহণ করে।