মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই যাত্রা শুরু হলো। এ উপলক্ষে রোববার(১০ জানুয়ারি) হলটির সভাকক্ষে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোষ্ট ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের হাউজ টিউটর মেহেদী হাসান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রথম শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন, খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের মার্স্টাস-এর শিক্ষার্থী মো. আব্দুল আলিম।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহাদত হোসেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থগারিক ড. মো. আনিসুর রহমান আনিছ, প্রধান প্রকৌশলী মো. আবু তালেব, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটি উদ্বোধন করার কথা ছিল।