রবিউল ইসলামঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সন্ত্রাস, জঙ্গীবাদ ও ক্যাম্পাস শিবিরমুক্ত করতে রোববার(১২ জুন) দুপুরে এ কর্মসূচি পালন করে মাভাবিপ্রবি ছাত্রলীগ ইউনিট।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় ক্যাম্পাসের ভিতর মিছিল করতে পারেনি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় মিছিল করে।
শেষে প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের পারভেজ খান ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিবিড় পাল।
এ সময় পরিসংখ্যান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী নূরনবী হোসেন ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাছিকুল আলম তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকান্ড ও সকল প্রকার মিছিল সমাবেশে নিষেজ্ঞা রয়েছে।