মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ও স্নাতকত্তোর পর্যায়ের পাঠ্যক্রম আধুনিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্প (হেকেপ) এর অধীনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিজিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম মহিউদ্দিন।
কর্মশালায় বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, সহকারী অধ্যাপক অনিমেষ সরকার, ফারাহ সাবরিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা পরিচালনা করেন, উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সাবপ্রজেক্ট ম্যানেজার ড. কেএম কাদেরী কিবরিয়া।
দিনব্যাপী কর্মশালায় স্নাতক ও স্নাতকত্তোর পর্যায়ের পাঠ্যক্রম আধুনিকীকরণ বিষয়ে মতামত তুলে ধরা হয় যা পরবর্তীতে পাঠ্যক্রম যোগোপযোগী ও আধুনিকীকরণে সহায়ক হবে।