মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সে ভর্তি সোমবার (২৮ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সম্পন্ন হবে। সাক্ষাৎকারে উপস্থিত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদেরকে নির্ধারিত বিভাগে সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহনকারীদের মেধাক্রমানুসারে আগামী ৩ জানুয়ারি ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd এবং সংশ্লিষ্ট ডীন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
উল্লেখ্য, বিষয় ভিত্তিক বিভাগ নির্ধারণকল্পে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।