মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার(১৭ মার্চ) দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য ও পুস্পস্তবক অর্পণ, র্যালি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জন্মদিনের কেক কাটা, সঙ্গীত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। মূখ্য আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক প্রফেসর মেসবাহ কামাল।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সংগীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিশুদের মাঝে পুরস্কার ও কেক বিতরণ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।