মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের প্রথম গেট দিয়ে সন্তোষ বাজার হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। এ ছাড়া নববর্ষ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।