মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার(২৮ ডিসেম্বর) বিশ্ব চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো দিবসটি উদ্যাপন করা হয়।
বিশ্ব চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যইলতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, ফিল্ম সোসাইটির সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক নাহিদ খান, সাদমান আশরাফ, সা’দ আল জামানী, সানজিদা হক রিমু, রাফিউল ইসলাম অন্তু, আহমাদুল্লাহ আল গালিবসহ সোসাইটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে কেট কাটা হয়।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সভাপতি মারুফ হাসান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি নানা আয়োজনে উদযাপন করা হয়। কিন্তু বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ব চলচ্চিত্র দিবসটি শুধুমাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়। এবারই প্রথম আমরা এ বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্যাপন করছি। এরপর থেকে প্রতি বছর এ দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করা হবে।