মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন উপলক্ষে মাজারে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাস ও কৃষ্টি বিষয়ে ‘ইতিহাস কথা কয়’ র্শীষক আলোচিত্র প্রদর্শন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া এবং নাটক ‘দর্পণে শরৎশশী’ প্রদর্শন, মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের উদ্যোগে রম্য বিতর্ক, অন্বেষণ ব্যান্ডের আয়োজনে ব্যান্ড সঙ্গীত ও মুক্তিযুদ্ধভিত্তিক চরচিত্র ‘পলাশী থেকে ধানমন্ডি’, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালব্যাচ ধারণ, কালপতাকা উত্তোলন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতভাবে উত্তোলণ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্তরে পুষ্পস্তবক অর্পণ, ‘বাঙ্গালীর আতœপরিচয়, বাঙ্গালী জাতীয়তাবাদ ও বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি ‘যুদ্ধ জয়ের কাব্য’, নাটক ‘মানুষ’, প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, বিশ্ববিদ্যালয়ের ধ্রুবতারা টেকনোকালচারাল ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটির শর্ট ফিল্ম প্রদর্শনী এবং জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচিত খেলা, নাটক ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ ইত্যাদি।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।