মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বুদ্ধিজীবী স্মৃতি চত্তরে নানা রকম সৌন্দর্য বৃদ্ধিকারী, ফলজ ও ওষুধী বৃক্ষ রোপন করা হয়েছে। মঙ্গলবার(২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন এসব বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড.মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্টার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. আবু তালেব।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।