মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের উদ্যোগে উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের সহযোগিতায় Genomics the Understanding of Human Health, and the Treatment of Disease শীর্ষক সেমিনার বুধবার(৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
বিজিই বিভাগের মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশিষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্ত রাজ্যের ডান্ডি বিশ^বিদ্যালয়ের নিনিউয়েল্স হসপিটাল অ্যান্ড মেডিকেল স্কুলের মেডিকেল গবেষণা ইনস্টিউটের ফার্মাকোজেনোমিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কোলিন এন এ পালমার।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ সাবরিন।