মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যতম সেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বাঁধন’-এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার(২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সেমিনার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু জুবাইর, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজিজুল হক, সহকারী অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক মুহাম্মদ মোসলেহ উদ্দীন, বাঁধনের কেন্দ্রীয় উপদেষ্টা রকীব আহমেদ, মো. মেহেদী হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাঁধন জোনের সভাপতি বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. শামসুজ্জামান আল-মামুন ও সুদীপ্ত দাশ, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তারেক উদ্দিন, মেসবাহ উল হাসান, রাইহানুল ইসলাম ও রিফাত আহমেদ, রসায়ন বিভাগের আব্দুল খালেক, পদার্থ বিজ্ঞান বিভাগের জাকির হোসেন জয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ ও রুপম, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের তৌহিদ, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মেহেদী হাসানসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের বাধঁন ইউনিট সার্বিক সহযোগিতা করেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সভায় বাঁধনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।