মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসুদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার(২৭ নভেম্বর) সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষার সময় ৩ জন ও বিকালে ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় ১ জনকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়সহ মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার(২৮ নভেম্বর) সকালে ‘সি’ ইউনিট এবং বিকালে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষায় যেকোন প্রকার জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।
উল্লেখ্য, এবার ৪টি ইউনিটের ১৫টি বিভাগে ৭৮৫ টি আসনের জন্য মোট ৪৬ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।