মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Religious and Extremist Politics in Contemporary Bangladesh and India’ বিষয়ক এক সেমিনার মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।
ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন ভারতের প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্স এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে লাইফ সায়েন্স অনুষদের ডীন ড. মো. সিরাজুল ইসলাম ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বক্তব্য রাখেন।
এছাড়া ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, মো. বশির উদ্দিন খান ও সুব্রত ব্যানার্জিসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনার পরিচালনা করেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা সিদ্দীকা।