মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিফার্ম ও বিএসসি অনার্স কোর্সের ১৫টি বিভাগের ওরিয়েন্টশন ক্লাশ রোববার(২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নিজ নিজ বিভাগের সেমিনার কক্ষে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মো. আনিসুর রহমান আনিছ, শারীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান মনির মোর্শেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোছা. নুরজাহান খাতৃুন, আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ধনেশ^র চন্দ্র সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান ড. পিনাকী দে, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু জুবাইরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ১৫টি বিভাগে ৭৮৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।