মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপি চলচ্চিত্র উৎসব শনিবার(২০ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংগঠন ‘মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটি’র উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সেমিনার রুমে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ এবং আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ চলচ্চিত্র দুটি চলচ্চিত্র উৎসবে প্রতিদিন ৪টা থেকে প্রদর্শন করা হয়।