বুলবুল মল্লিকঃ
দেশের দ্বিতীয় বৃহত্তর গরুর হাট টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী হাটের টোল আদায় যেকোন সময়ের চেয়ে কম হলেও অজ্ঞাত কারণে ‘খাস কালেকশন’ করা হচ্ছে। ইজারা নিতে দরপত্রে অংশ নিলেও দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র বাতিল করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কোন দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে টোল আদায় না করায় অরাজক পরিস্থিতি বিরাজ করছে। ইউএনও’র মৌখিক অনুমতিতে স্থানীয় সালাম ম-লের ছেলে লিটন ম-লের নেতৃত্বে গোবিন্দাসী গ্রামের আকছের মিয়ার ছেলে মালেক, কুকাদাইর গ্রামের হুমু তালুকদারের ছেলে সবুর তালুকদার, একই গ্রামের মান্নান মিয়ার ছেলে সুজন মিয়া, রাজ্জাক মিয়ার ছেলে সাব্বির ও গোবিন্দাসী গ্রামের মুসলিম মিয়ার ছেলে শ্রীমান মিয়া সহ ১০-১২ ব্যক্তি নিজেদের ইচ্ছেমতো টোল আদায় করছে। এছাড়া প্রতি চালানে তারা ১০০ টাকা বেশি হিসেবে ৪০০ টাকা করে আদায় করছে। জানাগেছে, প্রথম পর্যায়ে গত ১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ০৫.৩০.৯৩১৯.০০০.০৪০১.২০১৬-৮২ স্মারকমূলে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, মাটিকাটা ও চর চন্দনী হাটের টেন্ডার আহ্বান করে। কিন্তু ইজারা গ্রহিতা না থাকায়(মূলত: কৌশলের অংশ) কর্তৃপক্ষ গত ১০ এপ্রিল ০৫.৩০.৯৩১৯.০০০.০৪০১.২০১৬-২৪৮ স্মারকমূলে পুনঃদরপত্র আহ্বান করে। দরপত্রে গোবিন্দাসী হাটের বিগত তিন বছরের সরকারি সম্ভাব্য গড় মূল্য দেখানো হয় ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ২৬০ টাকা। গড় মূল্যের উপর ১০% বর্ধিত করে সংশোধিত সম্ভাব্য সরকারি হাটমূল্য ধরা হয় ৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৫৮৬ টাকা। এত অধিকমূল্যে হাট ইজারা নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দরপত্রে অংশ গ্রহন করতে দর কমানোর জন্য স্থানীয়রা অপেক্ষা করছিল। ফলে সরকার ওই হাটে খাস কালেকশন করতে থাকে। সূত্রমতে, সরকারের খাস কালেকশনের উপর ১০% বেশিমূল্য নির্ধারণ করে গোবিন্দাসী হাটটি স্থানীয় লিটন ম-লকে ইজারা দেয়ার জন্য গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে চাহিদাপত্র(ডি.ও. নং-বাজাস এমপি/১৩১ টাঙ্গাইল-২/২০১৪-২৫২, তাং-২৪/০৪/২০১৬ইং) দিয়ে জোর সুপারিশ করেন। একই ভাবে খাস কলেকশনের উপর ১২% বেশিমূল্যে হাটের ইজারা পেতে স্থানীয় ইকরাম উদ্দিন তারা মৃধার ছেলে মো. সেলিম মৃধা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে গত ১৬ মে আবেদন করেন। এমতাবস্থায়, দেশের বৃহত্তর গরুর হাট টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী হাটের ইজারা টেন্ডার ব্যতিত আপোষে দেয়া যাবেনা বলে নির্দেশনা দেন হাইকোর্ট। ভূঞাপুরের গাজী মো. ইকরাম উদ্দিন(তারা)-এর ৬০০৫/২০১৬ নং রিট পিটিশনের শুনানী শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৩১ মে(মঙ্গলবার) একটি রুল জারি এবং গোবিন্দাসী হাটের ইজারা টেন্ডার ব্যতিরেকে অন্য কাউকে ইজারা দিতে নিষেধাজ্ঞার ওই আদেশ দেন। একই সঙ্গে ওই হাটটি স্থানীয় লিটন ম-লকে আপোষে ইজারা দেয়ার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দেন হাইকোর্ট। আবার শুরু হয় দরপত্র গ্রহন প্রক্রিয়া। ৫ম পর্যায়ে ২ কোটি ১৫ লাখ ১৫হাজার টাকা এবং ৬ষ্ঠ পর্যায়ে ২ কোটি ৬০ লাখ টাকা দরমূল্যে দুটি সিডিউল দাখিল করা হয়। কিন্তু খাস কালেকশনের সুবিধাভোগী দরপত্র মূল্যায়ন কমিটি উল্লেখিত দরপত্র দুটি বাতিল বলে ঘোষণা করে। বর্তমানে খাস কালেকশনের সুবিধাভোগীরা দেশের দ্বিতীয় বৃহত্তর ওই গরুর হাটে কোরবানীর ঈদ পর্যন্ত খাস কালেকশন করতে আগ্রহী। ফলে সরকার বিপুল পরিমাণ রাজ্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠছে। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়াল জানান, হাটটি ইজারা দিতে ১ম থেকে ৭ম দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। ৫ম ও ৬ষ্ঠ দফায় দু’জন ইজারা নিতে দরপত্র দাখিল করলেও তা দরপত্র মূল্যায়ন কমিটিতে বাতিল হয়ে যায়। এজন্যই খাস কালেকশন করা হচ্ছে, ৭ম দফায় যথাযথ মূল্য পেলে ইজারা দেয়া হবে।