ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের ‘দত্ত’ বাড়িতে মঙ্গলবার(১২ জানুয়ারি) গভীর রাতে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলদা গ্রামের ‘দত্ত’ বাড়িতে এ নিয়ে ৯ বার অগ্নিকান্ড সংঘটিত হলো। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, ভূঞাপুরের পৌর মেয়র মাসুদুল হক মাসুদ সহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, মঙ্গলবার(১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে ফলদা হিন্দু সম্প্রদায়ের ৯দিনব্যাপি সার্বজনীন কালিপূজা শুরু হয়। এ উপলক্ষ্যে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ফলদা কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে সমবেত হয়। কালিপূজা চলাকালীন সময়ে রাত ১২টার দিকে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে লোকজন দৌঁড়ে গিয়ে দেখতে পায়, পূজা উদযাপন কমিটির সভাপতি স্মরণ দত্তের বসত ঘরে আগুন লেগেছে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগেই পুরো ঘরটি ভষ্মিভূত হয়ে যায়।
স্মরণ দত্ত জানান, বাড়ির সকল সদস্য কালিপূজা উপলক্ষে ঘর তালাবদ্ধ করে কালিমন্দিরে ছিলেন। খালিবাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, ইতোপূর্বে ফলদার ‘দত্ত’ বাড়ির নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় কালি মন্দির, ঘোষবাড়ি কালি মন্দির, সাবেক চেয়ারম্যান স্বর্গীয় শ্যাম শংকর দত্তের বাড়িতে ৮বার অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দৃষ্টিগ্রাহ্য কোন তদন্ত করে অপরাধী সনাক্ত না করার কারণেই ৯ম বারের মত এই অগ্নিকা-ের ঘটনা ঘটানো হয় বলে তিনি অভিযোগ করেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, ভূঞাপুরের পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুরের পৌর মেয়র রকিবুল হক ছানা, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরঞ্জন কুমার সরকার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল কবীর সহ ভূঞাপুর ও গোপালপুরের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা ক্ষতিপুরন প্রদান করেন। তিনি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা, মন্দির ও আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও নিয়মিত পাহাড়ার ব্যবস্থার জন্য তিনি প্রতিমাসে ১০ হাজার টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। ৯ দিন ব্যাপি কালিপূজা চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসক হিন্দুদের প্রতি আহ্বান জানান।