সোহেল পারবেজঃ
টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে শুক্রবার(১৩ মে) দুপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার(১৩ মে) দুপুর দেড় টার দিকে স্থানীয় মসলা ভাঙানোর একটি দোকানে প্রথমে আগুন ধরে। সাথে সাথে পাশের শহিদুলের লেপতোষকের দোকান, তারা তালুকদারের চা ও মনোহারি দোকান, দোলোয়ারের ওয়ার্কসপ, কাশেমের মসলার মিল ও পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসানের কার্যালয় পুড়ে যায়। পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জুম’আর নামাজ চলাকালে অগ্নিকান্ডে সংঘটিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ভূঞাপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের যৎসামান্য ক্ষতিপুরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।