ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ২৪টি বালু ঘাট সিলগালা ও একজনের কাছ থেকে জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়সার খসরুর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মঙ্গলবার(১ মার্চ) সকাল থেকে দিনব্যাপি ওই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়সার খসরু জানান, ভূঞাপুর উপজেলায় দীর্ঘদিন যাবত কয়েকটি পয়েন্ট ও বঙ্গবন্ধুসেতুর দুই পাশে(উত্তর-দক্ষিণ) অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুসহ সেনা বাহিনীর ক্যান্টনমেন্ট এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের করাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ভূঞাপুর উপজেলার পাটিচাপড়া, বালিঘাট, নেংড়া বাজার, মাটিকাটা, জিকাতলা ও সিরাজকান্দি এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ইতিপূর্বে একাধিকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। সেজন্য পুনরায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৪টি অবৈধ বালু ঘাট ও ট্রাক চলাচলের রাস্তা সিলগালা করে দেওয়া হয়।