ভূঞাপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভূঞাপুর উপজেলা প্রশাসন আয়োজিত প্রার্থী, সাংবাদিক, রাজনৈতিকদল ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা বুধবার(১৬ মার্চ) উপজেলা পরিষদ ভবনের উন্মুক্ত চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত জনতার আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক, জেলা নির্বাচন কমিশনার ও পুলিশ সুপার। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন জেলা প্রশাসক।