সোহেল পারভেজঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, শিশুদের চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, প্রভাত ফেরীসহ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। প্রভাত ফেরীতে ভূঞাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে ইব্রাহীম খাঁ সরকারি কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়ালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, সহকারী কমিশনার(ভূমি) অঞ্জন কুমার সরকার, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান খান প্রমুখ।
সরকারি কর্মসূচির পাশাপাশি এ উপলক্ষ্যে ভূঞাপুর জলসা সংগঠন কর্তৃক আয়োজিত তিন দিনের বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।