ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর থানায় সোমবার(১১ জানুয়ারি) সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ মো. আসলাম উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দীন আকন্দ, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দীন তারা মৃধা, সংবাদিক সোহেল পারভেজ, খন্দকার এনামুল হক মুুকুল, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান চকদার, উপজেলার প্রত্যেক ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসআই রেজাউল ইসলাম।