ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালকোল গ্রামে সোমবার(৯ মে) দুপুরে কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোকাদ্দেছ আলী, এসএপিপিও মো. হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসাইন প্রমুখ। এ সময় অত্যাধুনিক প্রযুক্তির ধান কর্তন ও মারাইয়ের এ যন্ত্রটি দেখতে শত শত মানুষ ভীড় জমায়।
উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান বলেন, কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। এ যন্ত্রের সাহায্যে প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কর্তন করা যায়।এতে খরচ হয় মাত্র ২ হাজার টাকা।