ভূঞাপুর প্রতিনিধিঃ
ভূঞাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(৫ জানুয়ারি) ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে সকালে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ ভাবন প্রদক্ষিণ করে পুনরায় আ’লীগ কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মুসুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কাউন্সিলর আব্দুস সাত্তার, ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান চকদার, অর্জুনা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব মোল্লা, ফলদা ইউনিয়ন চেয়ারম্যান দুদু, অ্যাডভোটেক আনোয়রর রহমান মিন্টু ভিপি প্রমুখ। সমাবেশে পৌরসভা নির্বাচনে শ্রমিক নেতা খায়রুল ইসলাম তালুকদার বাবলুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়।
মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।