ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপি নেতা মো. দুলাল হোসেন চকদার ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন দাবি করে এলাকায় প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।
জানাগেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের মৃত আকবর চকদারের ছেলে ও স্থানীয় আওয়ামী পরিবারের সদস্য মো. দুলাল হোসেন চকদার বিগত ২০০৪ সালের ১৬ এপ্রিল তৎকালিন উপ-মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয়তাবদী দলের অদর্শে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগদান করেন। এ ঘটনায় ২০০৪ সালের ১৬ এপ্রিল গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন ও সাধারণ সম্পাদক মো. ইকরাম উদ্দিন তারা মৃধা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মো. দুলাল হোসেন চকদারকে আওয়ামীলীগের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
পরে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হলে তিনি আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিলেও আনুষ্ঠানিকভাবে আ’লীগে যোগদান করেন নি। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নির্বাচন জাতীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তে মো. দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন। তিনি জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাদের সাথে ঘন ঘন যোগাযোগ রাখছেন এবং এলাকায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।