আল-আমিন শোভনঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামাত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা ও থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের মজিবর মুন্সির ছেলে উপজেলা শিবিরের সদস্য ইদ্রিস মুন্সি (২৩), পাটিতা পাড়া গ্রামের তারা ঘোষের ছেলে জামাত নেতা আবু বক্কর (৩০) ও ভালকুটিয়া গ্রামের সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে শিবির সদস্য রাজ্জাক প্রামানিক (২৫)।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফজলুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে গাড়ি পুড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে সম্প্রতি গোপালপুরে কাপড় ব্যবসায়ী নিখিল জোয়ারদার হত্যার ঘটনায় তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।