সোহেল পারভেজ:
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জসগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ বর্তমান সরকারে নানামুখী সাফল্যের দিকগুলি সবিস্তারে উপস্থাপন করেন। তিনি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও আবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। খাদ্য উৎপাদনে দেশ এখন অনেক উন্নতির পথে এবং বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ন। তিনি বলেন সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৩য়, মাছে ৪র্থ, ফল উৎপাদনে ৮ম অবস্থানে আছে। স্বাস্থ্য সেবায় বাংলাদেশ অনেক অগ্রসরতার সাথে এগিয়ে চলছে। প্রতি ৬ হাজারের জন্য স্বাস্থ্য পরিচর্যায় কামিউনিটি ক্লিনিক আছে। তা ছাড়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বিভিন্ন ভাবে নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। যাতে করে কমেছে শিশুমৃত্যু ও প্রসূতি মৃত্যুর হার। বর্তমানে মানুষের গড় আয়ূ ৭০ বছরে উন্নিত হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর ২০২১ ভিশন দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করার অঙ্গিকার করেছিলেন তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে বর্তমানে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স বেড়েছে সন্দেহাতীত ভাবে। পোশাক শিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। সর্বপরি সকল ক্ষেত্রে সাধারণ মানুষ শান্তিতে দিনাতিপাত করতে পারছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, সহকারী তথ্য অফিসার মো. নূরুল হক, ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন্নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফূল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান বাবুল, রিপোটার্স ইউনিটি ভূঞাপুর শাখার সভাপতি শাহ আলম প্রামানিক, প্রবীন সাংবাদিক মো. বদিউজ্জামান খান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, সোহেল পারভেজ, সৈয়দ সারোয়ার সাদি রাজু, জুলিয়া পারভেজ, অভিজিৎ ঘোষ, খন্দকার এনামুল হক মুকুল, খন্দকার মাসুদ রানা, আব্দুর রশিদ, ইবরাহীম ভূঞা, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান প্রমূখ।