ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিল-আমুলা নামক স্থানে মঙ্গলবার(৯ আগস্ট) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়(ইব্রাহিমাবাদ) রেল স্টেশন থেকে ছেড়ে আসা তারাকান্দি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন শাজেদা বেগম (৩৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার অলোয়া ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের দিন মজুর আব্দুল জলিলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাজেদা বেগমের সাকিল (১২) ও জুলেখা আক্তার (১৪) নামে দুটি সন্তানের জননী। সন্তানদের দুপুরের খাবার খেতে দিয়ে কোথায় যেন চলে যায়। ছেলে-মেয়ে ও আত্মীয়রা তাকে খুঁজে পায়নি। পরে বিল-আমুলা রেললাইনের কাছ থেকে শাজেদা বেগমের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করা হয়।