আল আমিন শোভনঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দিতে সদ্য প্রতিষ্ঠিত সোলায়মান ফিডসে তৈরি হচ্ছে লেয়ার মুরগি, মাছ ও গরুর খাদ্য। খাদ্যের কোয়ালিটি বজায় রাখতে দক্ষ লোকবলসহ সরকারি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে খাদ্য উৎপাদন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রশিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্প্রতি সোলায়মান ফিডস কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতিন সরকার, উপজেলার লেয়ার ফার্ম মালিক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ তালুকদার।