ভূঞাপুর প্রতিনিধিঃ
নিখোঁজ হওয়ার ১৬ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিলচাপড়া দাখিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া মো.মনির হোসেনের (১৪)। সে বিলচাপড়া গ্রামের শিবলু মিঞার ছেলে। মনির হোসেন এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২.৬৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের শিবলু মিঞার ছেলে সমনির হোসেন গত ২৩ ডিসেম্বর বিকালে মামার বাড়ি একই উপজেলার মাটিকাটা গ্রামের যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। রাতে মনিরের পরিবারের লোকজন মাটিকাটা মামা জাহাঙ্গীরের মোবাইলে ফোন দিয়ে জানতে পারে মনির ওই বাড়িতে যায়নি। পরে তারা বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে থাকে। কিন্তু নিখোঁজ হওয়ার ১৬ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। দরিদ্র পিতা শিবলু মিঞার দুই ছেলের মধ্যে মনিরই বড়। কেউ তার সন্ধান পেলে ০১৭৪৮৭৯৯২১৩ ও ০১৭৮৭৮১৭৮১২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পিতা শিবলু মিঞা।