ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ\
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনোত্তর সহিংসতায় বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মহিলাসহ আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। শুক্রবার(১ এপ্রির্ল) সকালে গোবিন্দাসী ইউনিয়নের কয়ড়া গ্রামে রুবেল হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থী পরাজিত হয়ে নব নির্বাচিত ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং তার সমর্থক বাবলুকে ব্যাপক মারধর করে। পরে শহীদুলের সমর্থকরা একত্রিত হয়ে রুবেল হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলায় আহত হন ফরিদা পারভীন (৫০), এইসএসসি পরীক্ষার্থী হিমেল সরকার(১৮), আবুল কাশেম (৩০), সুমন মিঞা (২৮), আরিফ হোসেন (২৮), ইয়ার আলী(৫৫) সহ ৭ জন আহত হয়। এদের মধ্যে ফরিদা পারভীন, হিমেল সরকার ও আবুল কাশেমকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সময়ে শহিদুলের লোকজন রুবেল হোসেনের সমর্থক মাসুদের বাড়িতে হামলা ও তার পোল্ট্রি খামারে হামলা চালায়। এসময় তারা ১২০০ ডিম ও খামার ভাংচুর করে।
এর আগে একই ইউনিয়নের কুকাদাইর গ্রামে নির্বাচনে পরাজিত হয়ে আজমান হোসেনের লোকজন বৃহস্পতিবার(৩১ মার্চ) রাতে বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার ও তার চাচাত ভাই লোকমান হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলায় নুুরুল ইসলাম (৪৫), আব্দুল লতিফ (৪০), নুরজাহান (২৫), মুন্না (২২), সবুজ (২০) ও রওশন আরা (৩৫) আহত হন। এদের মধ্যে ৫ জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রওশন আরাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ তালুকদারের বাড়িতে এবং কষ্টাপাড়া গ্রামে আব্দুল হাই মুন্সির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হামলা ও ভাংচুরের বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল কবির জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।