ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে বৃহস্পতিবার(২ জুন) বিকালে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর সহ তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হচ্ছে, ওই গ্রামের আ. মোতালেব উদ্দিনের দুই মেয়ে সাদিয়া (৭) ও মরিয়ম (৫) এবং আ. মোতালেব উদ্দিনের বড় ভাই মওলানা মো. রহিজ উদ্দিনের মেয়ে আফিয়া (৪)।
বৃহস্পতিবার(২ জুন) সন্ধ্যা থেকে তাদেরকে দেখার জন্য শত শত লোক ভির করছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, সাদিয়া, মরিয়ম এবং আফিয়া তিন বোন পরিবারের সকলের অজান্তে বৃস্পতিবার(২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির অদূরে নতুন তৈরি করা ১৫ ফুট গভীর পুকুর পাড়ে খেলতে যায়। কখন যে পানিতে পড়ে ডুবে যায় তা কেউ জানে না।
গোবিন্দাসী হাট থেকে ওই রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় একই গ্রামের মো. হোসন আলী পুকুরের পানিতে দুটি শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তার চিৎকারে ছুটে আসেন পরিবারের আতœীয় নান্নু, মোশারফ, রুহুল আমিন, শাহালম, শফিকুল এবং আলামিন। পরে তারা শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করার সময় পানির নিচ থেকে অপর শিশুটিকেও উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, তিন শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির বলেন, মর্মান্তিক ওই ঘটনার কথা তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।