
ভূঞাপুর ১ মার্চ : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাবের নতুন কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মো. বদিউজ্জামান খান প্রতি বছরই তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সম্মানিত করে থাকেন। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন।
সৈয়দ মাসুদুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. শাহআলম প্রামানিক, ভূঞাপুর থানা ( তদন্ত) কর্মকর্তা মো. এনামুল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা মো. মিনহাজ উদ্দিন, শিক্ষানুরাগী আলহাজ মো. খাইরুজ্জামান ভূইয়া, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ওয়াড কমিশনার খ. জাহিদ হাসান, সাংস্কৃতিক কর্মী হাসান ছরোয়ার লাভলু প্রমুখ।
বক্তারা সাংবাদিক বদিউজ্জামান খানের কাজের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে ২০০ জন কৃতি শিক্ষার্থী ও প্রেসকাবের নব নির্বাচিত কমিটির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।