সোহেল পারভেজঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা ‘শয়তানের মোড়’ নামকস্থানে মঙ্গলবার(১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলা ড্রেজারের পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলার ‘শয়তানের মোড়’ নামক স্থানে বাংলা ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কুকুদাইর গ্রামের মৃত সোনজাব আলীর ছেলে সোহরাব আলী। তিনি স্থানীয় সিঅ্যান্ডবি সড়কে নিজ উদ্যোগে ‘ধীরে চলুন, সামনে গতিরোধক’ সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবত উত্তোলন করছিল। এতে যান ও জনগনের চলাচলে বিঘœ ঘটছিল। খবর পেয়ে ভূঞাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মঙ্গলবার(১৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ওই অভিযান চালায়।
উল্লেখ্য, এরআগেও গত ডিসেম্বরে একই অপরাধে ভ্রাম্যমান আদালত সোহরাব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।