ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বালু ঘাটে টাকার ভাগবাটোয়ারা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন।
জানাগেছে, যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী থেকে পাথাইলকান্দি পর্যন্ত ২৪ টি বালু ঘাট স্থাপন করা হয়েছে। এসব বালু ঘাট থেকে প্রতিদিন দুই থেকে ৩০০ ট্রাক বালু সরবরাহ করা হয়। এ বালু ঘাটকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী নেতারা গড়ে তুলেছে কনসোডিয়াম। কনসোডিয়ামের নামে প্রতি ট্রাক বালু থেকে ৪০০ টাকা করে চাঁদা উঠানো হচ্ছে। ওই চাঁদার অংশ প্রভাবশালী কতিপয় নেতাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বণ্টন করে দেয়া হচ্ছে। বালু ঘাট মালিকরা চাঁদবাজির এ ঘটনায় ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের চাপে কিছু বলার সাহস পাচ্ছেন না। কনসোডিয়ামের টাকার ভাগবাটোয়ারা নিয়ে আভ্যন্তরীন কোন্দল দেখা দিয়েছে। গত কয়েকদিনে কনসোডিয়ামের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বালু ঘাটগুলোতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এলাকাবাসী যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে।
একটি সূত্রমতে, অক্টোবরের ১৫ তারিখ থেকে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এক মাসে বালু সরবরাহ করা হয়েছে ১১ হাজার ৩০০ ট্রাক। প্রতি ট্রাক থেকে ৪০০ টাকা হারে কনসোডিয়ামের নামে চাঁদা আদায় করা হয়েছে ৪৫ লাখ ২০ হাজার টাকা। এ টাকার ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলের জের ধরে বালু ঘাট এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
এদিকে, বালু ঘাটে নিজেদের অংশ বুঝে পাওয়ার লক্ষ্যে শুক্রবার(২০ নভেম্বর) সকালে ভূঞাপুরের মাটিকাটা এলাকায় প্রায় ১০০ জন বীরমুক্তিযোদ্ধা সমবেত হন। তারা রাস্তাা অবরোধ করে বালু পরিবহন বন্ধ করে দেন। ওই সময় বালু ঘাট মালিকদের সাথে তাদের বাকবিতন্ডা চরম আকার ধারণ করে।
বালু ঘাটের বিষয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, বালু ঘাট থেকে কনসোডিয়ামের নামে এসব চাঁদাবাজি বন্ধ করা দরকার। কনসোডিয়ামের নামে চাঁদা আদায়ের ফলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে একটি চক্র এ ধরনের কার্যকলাপ চালাচ্ছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, এ ধরনের কার্যক্রম বন্ধের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।