আল আমিন শোভনঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আম গাছ থেকে পড়ে লুৎফর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লুৎফর রহমান ঘাটাইল উপজেলার নলশিয়া গ্রামের খোদা বক্স মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার(২১ মে) সকালে চয়েজ টেইলার্সের মালিক লুৎফর রহমান (৫০) পৌর এলাকার থানা কমপ্লেক্স সংলগ্ন নিজ দোকানের পাশে একটি আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠেন। হঠাৎ বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে ভঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিতু দেবনাথ জানান, আমগাছের সাথে বিদ্যুতের তার থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।