সোহেল পারভেজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা ও বর্ণাঢ্য র্যালি করা হয়। এবারের প্রতিপদ্য বিষয় হচ্ছে ‘Family Planning : Empowering People, Developing’ পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রঅ অর্জনের সাফল্য নির্ভর করছে নারী ও যুব জনগোষ্ঠীর যৌন ও পজনন স্বাস্থ্য এবং অন্য সব অধিকার যথাযথভাবে মেটানোর উপর। স্বাধীনভাবে এবং অধিকতর পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের সক্ষমতা নারীদেরকে তুলনামূলকভাবে বেশি ক্সমতায়ন করে। ফলে তারা অধিকতর ভালো কাজের সুযোগ পায়; যা তাদের পরিবারের আয়, সঞ্চয়, বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উপরোক্ত স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা অনুষ্ঠানের শুভসূচনা হয়। আলোচনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে আলোচানায় অংশগ্রহণ করেন পরিবার পরিকল্পনা মা ও শিশু মেডিকেল অফিসার (MOMPH) শবনম শারমি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনানুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা প্রসাশন ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলার সামনে এসে শেষ হয়।