ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের সম্পর্ক স্থাপন ও বিয়ের প্রলোভন দেখিয়ে কাজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত ১২ অক্টোবর ভূঞাপুর উপজেলার কুঠিবয়রা গ্রামের আশিক মোল্লা (২১), তার বাবা সেন্টু মোল্লা, মা ইছমত আরা এবং তিন বন্ধু জাকির হোসেন (২০), উজ্জল, বিপ্লব(২৪) ও মালেকের (২৭) নাম উল্লেখ করে ধর্ষিতার মা ধর্ষণ ও মারপিটের মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার অজূর্না গ্রামের ধর্ষণের শিকার মেয়েটির সাথে পাশের কুঠিবয়রা গ্রামের সেন্টু মোল্লার ছেলে আশিকের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ধর্ষিত মেয়েটি ঢাকার একটি বাসায় কাজ করত। পরে এক পর্যায়ে ওই সর্ম্পক দৈহিক সর্ম্পকে রূপ নেয়। আশিক তার বন্ধু জাকির হোসেন, উজ্জল, বিপ্লব ও মালেকের সহায়তায় বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। গত ১১ অক্টোবর আশিক তার বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে একই প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে আশিককে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধুদের সহযোগিতায় মেয়েটিকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে, ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করলেও পুলিশের দাবি ধর্ষিত মেয়েটি জবানবন্দিতে তার নাম না বলায় কোর্টের মাধ্যমে তিনি জামিনে বের হয়ে যান।
ধর্ষিতার বাবা জানায়, তার মেয়ে ঢাকার একটি বাসায় কাজ করত। কুঠিবয়ড়া গ্রামের সেন্টু মোল্লার ছেলে আশিক বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। শুধু তাই নয়, বিয়ের কথা বলায় পিশাচরা তার মেয়েকে মেরে রক্তাক্ত করেছে। পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও সে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুজ্জামান জানান, মেয়েটিকে মারধর করে চোখে জখম করা হয়েছে। ধর্ষণের মামলা হওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে সে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে আসে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।