সোহেল পারভেজ :
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ কেজি গাঁজাসহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবীর ছোট ভাই রাসেলসহ ৪ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।
এরা হলেন, বামনহাটা গ্রামের কোম্পানী কমান্ডার হাবিবুর রহমানের ছেলে খন্দকার রাসেল (২৮) একই গ্রামের মো. ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন খান (৩৫), তোতা শেকের ছেলে সাইফুল শেখ (২২) ও মধুপুর উপজেলার কুড়িবাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে ময়েন উদ্দিন শেখ (৩৬)। রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার বামনহাটা গ্রামের মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান এর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ জুলাই) গোয়েন্দা পুলিশ পরিদর্শক আশরাফ হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। উপজেলার বামনহাটা গ্রামের কমান্ডার হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই রাসেল (২৮) দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। রোববার রাতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রাসেল ও তার তিন সহযোগী আনোয়ার, সাইফুল, ও ময়েন উদ্দিনকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম কাউসার চৌধুরী বলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবীর সহযোগিতায় তার ছোট ভাই রাসেল দীর্ঘদিন নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিল। মাঝে মাঝে ওই বাড়িতে গাঁজার আসর বসতো। থানা পুলিশ একাধিক বার অভিযান চালাতে গেলে মুক্তিযোদ্ধা ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতাবলে পুলিশী তল্লাশীতে বাধাঁ দেয় এবং উচ্চ পর্যায় থেকে তাদের হয়রানি না করার জন্য তদবির করেন। রোববার রাতে ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে গাঁজাসহ তার ভাই রাসেল ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী অভিযোগ অস্বীকার করে জানান, ভাই এর সাথে আমার কোন সম্পর্ক নাই, আমি পৃথক বাড়িতে বসবাস করি। টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।