আল-আমিন খানঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫ নং অলোয়া ইউনিয়নের ভোটার না হয়েই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন স্থানীয় ঠিকাদার মো. নুরুল ইসলাম। শাসক দল আওয়ামীলীগ থেকে তাকে দলীয় মনোনয়নও দেওয়া হয়েছে।
জানাগেছে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় ভূঞাপুরের ৬টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে আওয়ামীলীগ ও বিএনপি। ঘোষিত তালিকায় ৫ নং অলোয়া ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান ভারই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম এবং বিএনপি থেকে মনোনয়ন পান মো. আরিফুল ইসলাম।
দলীয় মনোনয়ন পেয়ে মো. নুরুল ইসলাম স্থানীয় নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে বুধবার(২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ভোটার না হয়েও চেয়ারম্যান পদে দলীয় সমর্থনে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি উপজেলায় চাঊর হয়েছে। উপজেলঅর সর্বত্র বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও গুঞ্জন চলছে।
গত ৩১ জানুয়ারি অনুমোদিত অলোয়া ইউনিয়নের ভোটার তালিকা ঘেটে দেখা গেছে, এ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভারই গ্রামে মোট পুরুষ ভোটারের সংখ্যা ১ হাজার ৬৯৯ জন। এর আগে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯জন। হালনাগাদ ভোটার তালিকায় ৬০ জন ভোটারের নাম নানা কারণে কর্তন করা হয়।
ভোটার না হয়েও মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামীলগ দলীয় প্রার্থী মো. নুরুল ইসলাম জানান, গত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে তিনি ভারই গ্রামের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাতীয় পরিচয়পত্র আছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত দুইটি বড় নির্বাচনে তিনি ভোটার হিসেবে ভোট দিয়েছেন, এখন নতুন করে তালিকায় কোন গোলমাল হয়ে থাকলে তার দায়িত্ব নির্বাচন কমিশনের; কোন ভুল হয়ে থাকলে তার সংশোধনের দায়িত্বও তাদের।
ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, যথারীতি ব্যাংকে টাকা জমা দিয়ে কেউ মনোনয়নপত্র চাইলে আমরা দিতে বাধ্য। মো. নুরুল ইসলামের মনোনয়নপত্রে কোন ত্রুটি থাকলে তা ৫ ও ৬ মার্চের যাচাই-বাছাইয়ে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূঞাপুরের ৬ ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহনে তারা বদ্ধপরিকর বলেও জানান ওই নির্বাচন কর্মকর্তা।