সোহেল পারভেজঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে গত দুই দিনে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল ও সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বিভিন্ন বেকারী ও উম্মুক্ত ট্রাকে বালু বহন করার অপরাধে এই জরিমানা আদায় করেন। বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মুক্তা বেকারী ২০হাজার, সিনথিয়া বেকারী ২০ হাজার, সোহেল বেকারী ১০ হাজার, মদিনা বেকারী ৫০ হাজার, দুলাল চকদারের বালুর ঘাটে ১ লাখ, ট্রাকে বালু বহন করার সময় ত্রিপল ব্যবহার না করার অপরাধে ৩ হাজার মোট ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।