ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে এ্যাড্রেস নামের একটি মাদকাসক্ত পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের নামে প্রতারণা করার অভিযোগ ওঠেছে।
তথ্যানুসন্ধানে জানাগেছে, বৈধ কাগজ পত্র ও চিকিৎসক ছাড়া প্রায় তিন বছর যাবৎ দাপটের সাথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথাকথিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কয়েকমাস আগে ওই চিকিৎসা কেন্দ্রটি ভূঞাপুর গোবিন্দাসী সড়ক সংলগ্ন বাগবাড়ি গ্রামে প্রশাসনের নাকের ডগায় চলছিল। তিনমাস আগে গোবিন্দাসী বাজারে স্থানীয় সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধার মালিকানাধীন ঘরে জন প্রতি ৩৫ হাজার টাকার বিনিময়ে ২৩ জন মাদকাসক্ত রোগীকে তথাকথিত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসা প্রাপ্ত একজন বলেন, চিকিৎসার বদলে পালাক্রমে মারপিট করা হয়। ভূয়া ওই চিকিৎসা কেন্দ্রে নিয়মানুযায়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বা বাংলাদেশ সরকারের কোন অনুমতি নেই, নেই কোন ডাক্তার। টাঙ্গাইল (দণি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সবুজ-এর সংঙ্গে কথা বলে জানা যায়, ওই প্রতিষ্ঠানটির কোন বৈধতা নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের দেয়া কোন ট্রেড লাইসেন্স নেই। এলাকাবাসী ও গোবিন্দাসী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এমন কোন অনৈতিক কার্যকলাপ নেই যা এ্যাড্রেস মাদকাসক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রে হয় না। এ্যাড্রেস-এর সাবেক চেয়ারম্যান খন্দকার মজিবুর রহমান তপন জানান, মো. লুৎফর রহমান দিলীপ-এর সাথে ব্যবসার শুরুতেই তার সাথে তার দ্বিমত দেখা দেয়। এরপর তিনি ঐ প্রতিষ্ঠান থেকে সরে আসেন। বর্তমানে ব্যবস্থপনা পরিচালক মো. লুৎফর রহমান দিলীপ এর কাছে নিজের শিাগত যোগ্যতার কথা জানতে চাইলে তিনি অষ্টম শ্রেণি পাস করেছেন বলে জানান। প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। আবেদনের অফিস কপি দেখতে চাইলে তাও দেখাতে ব্যর্থ হন তিনি। দীর্ঘ তিন বছর সরকারের অনুমতি ছাড়াই কিভাবে চিকিৎসা সেবা সংক্রান্ত প্রতিষ্ঠান চলছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। নিয়মানুযায়ী ৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও কোন ডাক্তার পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের নাম জানতে চাইলে তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার জুবায়ের আহমেদের নাম বলেন। তাৎনিক ডা. জুবায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি সেখানে চাকরি করিনা, দিলীপ আমার আতœীয়-তাই মাঝে মাঝে রোগি দেখতে যাই।’ অপর ডাক্তার খাজা ইউনূস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডা. সোহেল রানার নাম বলেন কিন্তু তার নিয়োগ পত্রের অফিস কপি ও ফোন নাম্বার চাইলে দিতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের কাছে এ্যাড্রেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন এবং অনৈতিক কার্যকলাপ চালানের কারণে ট্রেড লাইসেন্স দেননি। তিনি দু:খ করে বলেন, তার ইউনিয়নে এমন একটা ভূয়া প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। তিনি আরো বিশ্ময় প্রকাশ করে বলেন এই প্রতিষ্ঠানের অনৈতিকতা ও ভূয়ামির কথা সকলের জানার পরেও অন্য ইউনিয়ন কিভাবে ট্রেড লাইসেন্স দিল এবং কিভাবে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ টিকে আছে? ঘর মালিক ইকরাম উদ্দিন তারা মৃধা জানান লাইসেন্স পাওয়ার আবেদন করা হয়েছে বলে জানালে তিনি ঘর ভাড়া দেন। উপজেলা চেয়ারম্যান বলেন বিষয়টি তিনি জানেন না এখন জানলেন পরবর্তিতে বিষয়টি দেখবেন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবীর জানান এ্যাড্রেসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি প্রতিষ্ঠানটির নাম ঠিকানা জেনে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। তবে সচেতন এলাকাবাসী মনে করেন অবৈধভাবে গড়ে ওঠা এ্যাড্রেস নামের ভুয়া মাদকাসক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রটি বন্ধ না হওয়া পর্যন্ত গোবিন্দাসী তথা ভূঞাপুর এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তপে কামনা করছে এলাকার সচেতনমহল।